BDIX হোস্টিং কি?

বাংলাদেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্ট (আইএক্সপি)। লোকাল ডাটার ইন্টারন্যাশনাল রাউটিং রোধের লক্ষে প্রায় ৩৫০০ এর মতো বাংলাদেশী Internet Service Provider (ISP) এর সাথে কানেক্টেড রয়েছে। সেইসাথে প্রতিনিয়ত নতুন নতুন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এই এক্সচেঞ্জ পয়েন্টের সাথে যুক্ত হচ্ছে। BDIX এক ধরনের ভার্চুয়াল নেটওয়ার্ক এর মাধ্যমে আপনি খুব সহজেই সার্ভার থেকে যে কোন ফাইল অনেক কম সময় অনেক দ্রুত গতিতে ব্রাউজ বা ডাউনলোড করতে পারবেন।

BDIX Hosting এর সুবিধাগুলো কি কি?

১। বাংলাদেশের নেটওয়ার্ক ব্যবহারকারীরা ২০০ গুণ বেশি দ্রুতগতিতে ব্রাউজ করতে পারবে।

২। লেটেন্সি কম থাকে বিধায় খুব দ্রুত রাওটিং হয়।

৩। প্রতিটা ইন্টারনেট প্রভাইডার এমনকি মোবাইল অপারেটর গুলিতে ও বিডিআইএক্স এর এক্সট্রা bandwidth Speed থাকে।

৪। গ্লোবাল ৩০ এমবিপিএস থাকলে ও বিডিআইএক্স ১জিবিপিএস পর্যন্ত থাকে। যেই জন্য খুব দ্রুত ওয়েবসাইট লোড হয়।

৫। গ্লোবাল ইন্টারনেট যেকোনো কারনে সমস্যা হলেও বিডিআইএক্স হোস্টিং এ রাখা আপনার সাইট স্বাভাবিক থাকবে। স্বাভাবিক স্পীড এই ভিজিট হবে।

BDIX হোস্টিং কাদের জন্য?

এককথায় আপনার টার্গেট যদি বাংলাদেশি ভিজিটর হয় তবে আপনার উচিত হবে BDIX হোস্টিং বেচে নেওয়া। যেমন বাংলাদেশ ভিত্তিক ই-কমার্স, ব্লগ বা নিউজ পেপার, বিভিন্ন ধরনের সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান।

BDIX সার্ভারে সাইট হোস্ট করলে কি অন্য দেশ থেকে ব্রাউজ করতে পারবে?

অবশ্যয় পারবে, বিশ্বের যেকোন দেশ থেকেই আপনার সাইটি ব্রাউজ হবে।

বিডিআইএক্স হোস্টিংয়ের অসুবিধাঃ

 আপনার ওয়েব সাইটের টার্গেট অডিয়ান্স যদি ইন্টারন্যাশনাল হয় তাহলে বিডিআইএক্স হোস্টিং ব্যবহার করা উচিত নয়। কারণ বাংলাদেশি কোন ভিজিটর যদি মার্কিন যুক্তরাষ্ট্রে  থাকা সার্ভার ভিজিট করে তাহলে তার জন্য সার্ভারের ল্যাটেন্সি বেশি হবে, ঠিক তেমনি বিডিআইএক্স সার্ভার হোস্ট করা কোন সাইট মার্কিন যুক্তরাষ্ট্রের কোন ভিজিটরের জন্য ল্যাটেন্সি আরও বেশি হবে।

Leave a Reply