ইন্টারনেট এক্সপ্লোরার নামক মাইক্রোসফটের ডেভেলপমেন্ট ব্রাউজার ১৯৯৫ সালে বাজারে পা রাখে। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ২৫ বছর ব্যবহারের পর বন্ধ করে দেওয়া হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। ২০২২ সালের ১৫ জুন থেকে ওয়েব ব্রাউজারটি সাধারণ ব্যবহারকারীরা আর ব্যবহার করতে পারবেন না বলে জানিয়েছে মাইক্রোসফট।পরিসংখ্যান বলছে, বিশ্বে মোট ডেক্সটপ ব্রাউজার ব্যবহারকারীদের মাত্র ২% ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করেন। সেখানে গুগল ক্রোম ব্যবহার করেন ৬৫%-এরও বেশি মানুষ। অ্যাপেলের সাফারি ব্যবহার করেন ১০% মানুষ। অন্যদিকে মাইক্রোসফটেরই অপেক্ষাকৃত নতুন ব্রাউজার এজ ব্যবহার করেন বিশ্বের ৮% ডেক্সটপ ব্রাউজার ব্যবহারকারী।একসময়কার জনপ্রিয়তম ব্রাউজার এখন ব্যবহার করা হয় খালি ক্রোম ডাউনলোড করতে। এমন একটি কৌতুক একসময় প্রায়ই দেখা যেত। অর্থাৎ ক্রোম-ফায়ারফক্স নামানো ছাড়া ইন্টারনেট এক্সপ্লোরারের আর কোনো কাজ নেই। সে কথা একদম মিথ্যা নয়।তবে ৯০ দশকের প্রজন্ম হয় তো আজ ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে না। কিন্তু, ছোটবেলায় সেই কম্পিউটার ক্লাসের কথা মনে আছে? ইন্টারনেট ব্যবহার করতে শেখা, বুকমার্ক করা, প্রথম ইমেল অ্যাকাউন্ট খোলা। ইন্টারনেটের হাতেখড়ি হয়েছিল ইন্টারনেট এক্সপ্লোরারের হাত ধরে। আজ সেই ইন্টারনেট এক্সপ্লোরারের বিদায়বেলায় তাই একটু হলেও সেই দিনই যেন মনে পড়ছে বারবার।

Leave a Reply